Wellcome to National Portal

পল্লী বিদ্যুৎ সংক্রান্ত অভিযোগের জন্য কল করুন ১৬৮৯৯ নম্বরে।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

নিয়মিত বিদ্যুৎ বিল পরিশোধ করুন। রকেট, বিকাশ, উপায়, শিওর-ক্যাশ, মাই-ক্যাশ, ইউ-ক্যাশ, রবি-ক্যাশ, জি-পে (গ্রামীণফোন) এর মাধ্যমে ঘরে বসে বাড়তি খরচ ছাড়া আপনার বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। সম্ভাব্য লোডশেডিং এর সিডিউল প্রকাশ করা হয়েছে। জ্বালানি সংকট মোকাবেলায়, সরকারি নির্দেশনা মেনে চলুন। রাত আটটার পর দোকান, শপিং মল, মার্কেট, বিপণিবিতান, কাঁচাবাজার ইত্যাদি বন্ধ রাখুন। এসি ব্যবহার পরিহার করুন। একান্তই এসি ব্যবহার করতে হলে তাপমাত্রা নূন্যতম ২৫ ডিগ্রি সে: রাখুন। সন্ধার সময় হতে রাত ১২টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ডী, ওয়েল্ডিং মেশিন/ মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন। জরুরি প্রয়োজনে পল্লী বিদ্যুৎ সমিতির অভিযোগ কেন্দ্রের মোবাইল নম্বরে যোগাযোগ করুন। বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ bidaquickserv.org


সাম্প্রতিক কর্মকাণ্ড

কক্সবাজার পবিসের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিমিত্তে সাধারন তথ্যাদি-

 

ক্র নং

বিবরণ

২০২৩-২৪

অক্টোবর/২২ ইং পর্যন্ত 

০১

সিস্টেম লস

12.55%

০২

বকেয়া মাস

১.৭২

০৩

গ্রাহক সংযোগ

৪,৯৪,৮১৬ জন

০৪

বিতরণ লাইন (কিঃমিঃ)

৭৯০৯

০৫

উপকেন্দ্রের সংখ্যা (টি)

২০ (২৭৫ এমভিএ)

০৬

৩৩ কেভি ফিডার সংখ্যা

১১ টি (৩০৮ মেঃওঃ)

০৭

১১ কেভি ফিডার সংখ্যা

৯০ টি (২৪০ মেঃওঃ)

০৮

বিনষ্ট ট্রান্সফরমার মেরামত সংখ্যা

৫৬৯ টি

কক্সবাজার পবিসের বর্তমান পিক ডিমান্ড=153 মেঃওঃ, অফ-পিক ডিমান্ড= 120 মেঃওঃ। আগামী গ্রীষ্ম ও সেচের ক্রমবর্ধমান লোড বৃদ্ধি বিবেচণায় পিক ডিমান্ড=153 মেঃওঃ (কক্সবাজার গ্রীডে 90 মেঃওঃ এবং মাতারবাড়ী গ্রীডে 63 মেঃওঃ)।


৩৩ কেভি ফিডার ওভারলোড নাই।


 ৩৩/১১ কেভি উপকেন্দ্র ওভারলোড নাই।


১১ কেভি ফিডার ওভারলোড -০২ টি (রামু-১, ৩সি এবং মহেশখালী-১, ৪ডি (নতুন ফিডার নির্মানের মাধ্যমে লোড বিভাজনের কাজ চলমান )।